আশ্রয়ন প্রকল্পের ঘর নিয়ে তিন বছরে ৩ দিনও থাকেননি তারা।
বাংলাদেশের প্রধান মন্ত্রীর কার্যলয়ের অধীনস্থ একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এবং যার জমি আছে ঘর নাই এমন পরিবারের বাসস্থান নির্মান করা হয়।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ১৯৭২ সালের ২০ শে ফেব্রুয়ারি থেকে, সেই লক্ষেই গৃহহীনদের জন্য সম্পূর্ন সরকারি খরচে ২ কক্ষ, প্রশস্ত বারান্দা একটি স্যানিটারি টয়লেট ও একটি রান্নাঘর সম্বলিত একটি গৃহ। পারিবারিক ও সামাজিক উন্নয়নের প্রধান হাতিয়ার হতে পারে এই গৃহ।কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ১ নং রতনকান্দি ইউনিয়নের ভেওমারা ও খোলাবারি আশ্রয়ন প্রকল্পের ২২ টি ঘর ২২টি গৃহহীন পরিবার কে দেওয়া থাকলেও প্রায় সাত থেকে দশজন পরিবার, মোঃ গোলাম মওলা,পিতামৃত কাদের আলি,খাদিজা খাতুন,বাহুকা,মরিয়ম খাতুন পিতা মৃত শাহজামাল, হাওয়া বেগম,আজিজুল হক বাহুকা,জামিলা, স্বামি মতিয়ার রহমান, ফাতেমা বেগম, ও হায়দার আলি পিতা শুকুর আলি, শ্রী চন্ডিদাস কর্মকার, পিতা হরি দাস কর্মকার সহ আরো অনেকেই, সেখানে থাকেনা।তারা থাকে তাদের নিজস্ব ভুমিতে,অবহেলা আর অযত্নে পরে আছে ঘর গুলি।স্থানিয়দের অভিযোগ, জারা এই ঘর গুলো নিয়েছে তারা এখানে থাকে না। এই বিষয়ে রতনকান্দি ভূমি অফিসে যোগাযোগ করলে নায়েব,মোছাঃ সেতারা খাতুন বলেন, আমি এই বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে যারা ঘরে থাকেনা তাদের নামের লিষ্ট তৈরি করে উপজেলা নির্বাহি অফিসারের কাছে চিঠি পাঠিয়েছি।
আপনার মতামত লিখুন :