মো: লুৎফুর রহমান রাকিব, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ০৭ নং জোড্ডা ইউনিয়নের ভিকটিম মোসা নাছমিা আক্তার পাখি এর বসত বাড়ী ডাকাতি হয়। অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাত মুখে গামছা পরিহিত এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জতি অবস্থায় বল পূর্বক ভিকটিমের বসত ঘররে ভিতর প্রবশে করে ভিকটিম মরয়িম আক্তার সহ তার ঘরে থাকা লোকজনদের দেশীয় অস্ত্ররে মুখে জিম্মি করে স্বর্নালংকার, নগদ টাকা সহ ০১ টি এন্ড্রয়েড মোবাইল, ০১ টি বাটন মোবাইল, ০১টি স্মাট টিভি ও ০১ টি ল্যাপটপ লুণ্ঠন করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম মোসা নাছমিা আক্তার পাখি বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদরে বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় এজাহার দায়রে করলে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের দিকনির্দেশনায় ও সহ: পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) প্রত্যক্ষ তত্ত্ববধানে এবং অফিসার ইনচার্জ নাঙ্গলকোট থানা এর সার্বিক সহায়তায় নাঙ্গলকোট থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে ডাকাত দলের আসামী গ্রেফতার ও লুষ্ঠতি মালামাল উদ্ধারের লক্ষ্যে একটি চৌকস টিম গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাসহ চট্টগ্রাম মেট্রো এলাকর বিভিন্ন থানা এবং কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভযিান পরচিালনা করে ধারাবাহকিতায় উক্ত ঘটনার সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত দলরে ০৫ জন ডাকাত গ্রেফতারসহ তাদের হেফাজতে থাকা লুণ্ঠিত ০১ টি এন্ড্রয়েড মোবাইল, ০১ টি বাটন মোবাইল, ০১টি স্মাট টিভি ও ০১ টি ল্যাপটপ উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, ডাকাতদলের সাথে জড়তি অন্যান্য আসামীদরে গ্রেফতারসহ আরো লুন্ঠতি মালামাল উদ্ধারের অভযিান অব্যাহত আছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে নাঙ্গলকোট থানার মামলা নং- ০৫, তারখি- ০১২/১১/২০২৪ইং, ধারা- ৩৯৫/৩৯৭ পনোল কোড রুজু হয়। আসামীদের নাম ও ঠিকানা:- ১। মোঃ আবু বকর (৫০), পিতা-ওসমান গনি, মাতা-মৃত সাহেরা খাতুন, সাং-শাকতলী, আদ্রা উত্তর ইউপি, ২। বাবুল (৪৫), পিতা- লেদু মিয়া, মাতা-মৃত রাজিয়া বেগম, সাং-নোয়াপাড়া, জোড্ডা পশ্চিম ইউপি, ৩। মোস্তফা (২৮), পিতা-মফিজুর রহমান, মাতা-রেজিয়া বেগম, সাং-জিনিয়ারা, বটতলী ইউপি ৪। মোঃ রাকিব (১৯), পিতা-মোকছুদ, সাং-পানকড়া, জোড্ডা পূর্ব, (সর্বথানা-নাঙ্গলকোট, জেলা-কুমিল্লা)। ৫। শাহীন (৩৯), পিতা-মোঃ আব্দুল হাকিম, মাতা-আবিয়া বেগম, সাং-সোবহান কন্ট্যাক্টর বাড়ী), প্রাণ পরিদাশ রোড, সরাইপাড়া, পাহাড়তলী, সিএমপি, চট্টগ্রাম। উদ্ধারকৃত মালামাল:- ০১ টি এন্ড্রয়েড মোবাইল, ০১ টি বাটন মোবাইল, ০১টি স্মাট টিভি ও ০১ টি ল্যাপটপ।
আপনার মতামত লিখুন :