ঢাকা মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫
মোঃ রুবেল হোসেন,সাভার: সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিংঙ্গীকান্দায় গ্ৰামে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬ জন আহত হয়েছে। সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ফারিংঙ্গীকান্দা গ্ৰামে এঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তীতে মারিমারি এবং সংঘর্ষ হয়। এক পর্যায়ে রশিদ, নূরু মিয়া,সুন্দর আলীর নির্দেশে পূর্বশত্রুতার জেরে পূর্বপরিকল্পিত ভাবে শুকুর আলীর পরিবারের উপর হামলা চালালে একই পরিবারের ছয়জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, শামীম,শুকুর আলী,মিন্টু,শাহান আলীসহ ছয়জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। অভিযোগ সূত্রে জানা যায়,রশিদ (৫৫),নূরু মিয়া (৬০), সুন্দর আলী(৫০) উভয় পিতাঃ মৃত হাসিম,সুজন (২৮), পিতাঃ রশিদ, সোহেল (৩২), পিতাঃমৃত আসমত আলী, আল আমিন (৩৪), পিতাঃ মৃত আসমত আলী,হৃদয় (২৮), পিতাঃ সুন্দর আলী, জজ মিয়া (৭০), পিতা মৃত কদম আলী, জুলেখা খাতুন (৪০), স্বামীঃ সুন্দর আলী,সুফিয়া (৪৫), স্বামীঃ রশিদ গং সহ আরও ১৫ থেকে ২০ জন আতংকিত সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় ভুক্তভোগীদের উপরে।সেই সময় গুরুতর আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা প্রদান করে। ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, ভাকুর্তা ইউনিয়নের ফারিংঙ্গীকান্দা গ্ৰামের রশিদ গংদের সাথে একই গ্ৰামের শুকুর আলী গং দের বিগত কয়েক বছর ধরে ৩৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে গত (৩১ অক্টোবর )বৃহস্পতিবার বিকেলে দু’পক্ষের লোকজন সহ এলাকার মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে জমির বিরোধের মিমাংসার জন্য মজলিসের ব্যবস্থা করা হয়। কিন্তু রশিদ গং মজলিসের ব্যক্তিবর্গের কথা না মেনে ভুক্তভোগী শুকুর আলীর লোকজনের উপর পূর্বপরিকল্পিত ভাবে রশিদ,নুরু ও সুন্দর আলীর নির্দেশে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করে। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে ভাকুর্তা ইউনিয়নের ফারিংঙ্গীকান্দা গ্ৰামের ভূমিদস্যু রশিদ, নুরু ও সুন্দর আলীসহ আরও অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আপনার মতামত লিখুন :