ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
বান্দরবানের রুমা উপজেলায় ৪০ ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ- বুধবার (১১আক্টোবর) দুপুরে রুমা জোন কমান্ডার লে. কর্নেল ক ম আরাফাত আমিন পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি বিতরণ করেন।
জোন কমান্ডার লে; কর্ণল ক ম আরাফাত আমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মেহনতী মানুষের পাশে আছে এবং আগামীতেও থাকবে।
ক্ষুদে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের কারো পড়া লেখা করতে কোনো আর্থিক সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের পাশে থাকবো এবং সর্বাত্মক সহযোগিতা করব ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর মো: রাওহাতুল ইসলাম রায়হান, ক্যাপ্টেন রাফিদ করিম, রুমা অগ্রবংশ অনাথ আশ্রমে নির্বাহী পরিচালক উ: নাইন্দিয়া থের, অবিভাবক ও সাংবাদিকেরা।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল- খাতা, কলম, স্কেল, জ্যাইমেটি বক্স, পেন্সিল ও নগদ অর্থ।
আপনার মতামত লিখুন :