মোঃ উজ্জ্বল সরকার , গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে পৌরশহরে অবস্থিত জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মশিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাইনুর রাব্বী চৌধুরী রুমান। প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সভাপতি সরওয়ার হোসেন শাহীন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাদুয়া। জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাসান কবীর তোতা, সাংগঠনিক আনোয়ারুল ইসলাম লেবু, যুগ্ম সম্পাদক একেএম নুরুন্নবী সরকার মিঠুল, আসাদুজ্জামান শাহীন ও সহ-সম্পাদক আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা জাতীয় পার্টির সদস্য মেহেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আমিনুল ইসলাম উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফিরোজুল ইসলাম তুহিন প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে ওইদিন রাতে সম্মেলনে অধ্যক্ষ কাজী মশিউর রহমানকে তৃতীয়বারের মতো সভাপতি, আব্দুর রাজ্জাক মন্ডলকে সাধারণ সম্পাদক এবং আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক করে গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :