ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

গাইবান্ধা ঘাঘট লেক দখলমুক্ত এবং চিকিৎসার ব্যবস্থার উন্নতির করার দাবীতে মানববন্ধন

✒ মোঃ উজ্জ্বল সরকার , গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ

মোঃ উজ্জ্বল সরকার , গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা ঘাঘট লেক দখলমুক্ত করা এবং গাইবান্ধা জেনারেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নতির দাবীতে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক মঞ্চ ও জনউদ্যোগ গাইবান্ধার উদ্যোগে শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় শহরের নাট্য ও সংস্কৃতি সংস্থা (গানাসাস) সামনে বিভিন্ন দাবীতে এ মানববন্ধন ও সমাবেশ পালন করা হয়। নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলন গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জনউদ্যোগ ও নাগরিক মঞ্চের সদস্য সবিচ প্রচীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদ আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, সাবেক কাউন্সিলর সাজেদা পারভীন রুনু, মনির হোসেন সুইট, উন্নয়নকর্মী রবিউল ইসলাম রানু, রবিদাস ফোরামের সাধারণ খিলন রবিদাস, নারী নেত্রী নাজমা বেগম, মাজেদা বেগম, সেলিনা আকতার সোমা ও অ্যাড. ফারুক কবির প্রমুখ। সমাবেশে বক্তারা ঘাঘট লেকের দুইপাড়ে দখলকৃত জমি দখলমুক্ত করা, কচুরিপানা পরিষ্কার করে সৌন্দর্য্যময় করা, দু’ধারে হাঁটার পথ তৈরি করা, মশার উপদ্রব কমাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ময়লা আবর্জনা মুক্ত করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, দর্শনার্থীদের বসার ব্যবস্থা করার দাবী জানান। এছাড়াও গাইবান্ধা জেনারেল হাসপাতালের অনিয়ম-দূর্ণীতি বন্ধসহ রোগীদের চিকিৎসার ব্যবস্থার উন্নত না হওয়ায় প্রতিদিন এ হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসকরা। এতে রাস্তায় দীর্ঘসময় লাগায় অনেক রোগীর মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত। অবিলম্বে হাসপাতালে উন্নত চিকিৎসা সেবার দাবীসহ পৌরসভা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার জোর দাবী জানান বক্তারা।