ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রংপুরে সাংবাদিকদের সঙ্গে তথ্য উপদেষ্টার মতবিনিময় অনুষ্ঠানে বিশৃঙ্খলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

✒  শিল্পী আক্তার , রংপুর : প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ

 শিল্পী আক্তার , রংপুর : রংপুরে সাংবাদিকদের সঙ্গে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের দল মতবিনিময় অনুষ্ঠানে বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় নিয়ে বিচার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন। ১৯ অক্টোবর শনিবার রাত ৯ টায় রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুরের সমন্বয়কারি সাংবাদিক এস.এম জাকির হুসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়কারি শরিফা বেগম শিউলি, শিল্পী আক্তার, রবিন চৌধুরী রাসেল ও আতিকুর রহমান আতিক। তারা বলেন, প্রেসক্লাব রংপুরের গত ৩৩ বছরে ক্ষমতার অপব্যবহার, অবৈধ কমিটির অনিয়ম, দুর্নীতি ও দলবাজির তথ্য প্রমান, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন তথ্য উপদেষ্টার সামনে যেন তুলে ধরতে না পারে একারনেই তারা অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি করে। যা অত্যন্ত দু:খজনক ও ফ্যাসীজমের বহি:প্রকাশ। গত ১২ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে তথ্য উপদেষ্টার মতবিনিময় অনুষ্ঠানে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনায় প্রেসক্লাব রংপুরের বিশৃঙ্খলাকারী বর্তমান কমিটির সাথে রাজনৈতিক ছত্রছায়া ছিল কী না, তা খতিয়ে দেখারও জোর দাবী জানান বৈষম্য বিরোধী সাংবাদিক নেতারা। “আবু সাঈদের রংপুরে বৈষম্যের কোন ঠাঁই নাই হবে না ” হুসিয়ারী দিয়ে সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ১৯৯১ সালের ১৪ জুলাই অনুমোদিত প্রেসক্লাব রংপুরের প্রকৃত গঠনতন্ত্র অনুযায়ী রংপুর জেলায় কর্মরত সকল গনমাধ্যম কর্মীদের সদস্যপদ প্রদানে ও বৈষম্যমুক্ত করতে প্রেসক্লাব রংপুরে প্রশাসক নিয়োগ সহ প্রেসক্লাব রংপুরের প্রায় ৩শ দোকান থেকে প্রাপ্ত আয় সাংবাদিকদের কল্যানে ব্যয় করার দাবী জানান তারা।