শিমুল হাসান,নিজস্ব প্রতিনিধি: রংপুর : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ২৫-৩০টি স্থান থেকে নিয়মিতভাবে অবৈধ বালু বাণিজ্য চালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা নীশি গভীর হলে । অসাধু ব্যবসায়ীরা রাত ৩ টা থেকে সকাল ৮ পর্যন্ত তিস্তার জেগে ওঠা চর থেকে বালু উত্তোলন করে অবৈধ ট্রলিযোগে পরিবহনের মাধ্যমে প্রতি রাতে লাখ লাখ টাকা আয় করছে। প্রতি বছর নদী ভাঙ্গনের হুমকি ক্রমেই চরম আকার ধারণ করছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলার নোহালী ইউনিয়নের ইসলামের গ্রোয়েন বাঁধ, কচুয়া বাজার, বাগডহরা, আলমবিদিতর ইউনিয়নের ব্যাঙপাড়া, হাজীপাড়া, কোলকোন্দ ইউনিয়নের আমবাড়ি স্কুল সংলগ্ন গ্রোয়েন বাঁধ , শিঙ্গিমারী গ্রোয়েন বাঁধ , গঙ্গাচড়া সদরের বোল্লার পাড়, ধামুর, গান্নার পাড়, লক্ষীটারী ইউনিয়নের মহিপুর, ইচলী, গজঘণ্টা ইউনিয়নের চর ছালাপাকসহ ২৫-৩০ স্থানে প্রতিদিন রাত ৩টা থেকে সকাল ৮ পর্যন্ত তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে অবৈধ বালু ব্যবসায়ীরা। ট্রলি দিয়ে নিয়মিত এসব বালু উত্তোলন করায় উপজেলার বিভিন্ন পাকা ও কাচা সড়কে খালাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া রাতে ট্রলিগুলো চলায় ট্রলির বিকট শব্দে সড়কের দুই পাশের জনসাধারণের ঘুমের ব্যাঘাত ঘটছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে এসব এলাকার লোকজন। তারা দ্রুত এসব অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী বলেন, রাতের বেলা আমাদের মোবাইল কোর্টের সুযোগ নাই, এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে নিয়মিত মামলা হবে। পরে তিনি এ প্রতিবেদককে কারা বালু উত্তোলন করে বিক্রি করছেন বলে লিখিত অভিযোগ দিতে বলেন। গণমাধ্যম কর্মী আপনাকে লিখিত অভিযোগ দেবে প্রশ্ন রেখে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিবেন বলে জানান।
আপনার মতামত লিখুন :