ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।আবহ মানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।শারদীয় দূর্গা পূজা উপলক্ষে তানোর উপজেলা সহ দেশ ও বিদেশের, জাতি,ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন তানোর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এম এ মালেক মন্ডল।আজ(১০অক্টোবর) দুর্গাপূজায় এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন,দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎ সবের প্রধান বৈশিষ্ট্য।ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ শোক,জরা ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবেদুর্গতিমুক্ত।তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান।তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।ধর্ম যার যার উৎসব সবার।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। কোথাও কোনো অপৃতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে প্রশাসন এবং তানোর উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন।তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
আপনার মতামত লিখুন :