ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন পরিবারের মিলন মেলা- ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৩:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: সারা বাংলাদেশের আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন পরিবারের মিলন মেলা- ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের আধ্যাত্মিক নাগরিক প্রকৃতির রূপে সু-সজ্জিত প্রাণের শহর সিলেটে।
ট্যুরের সময়সীমা :
(মহান আল্লাহ যদি দেশের পরিস্থিতি সুন্দর ও সুস্থ রাখেন এবং আবহাওয়া অনুকূলে থাকে)
২৫ ও ২৬ ই অক্টোবর ২০২৪ইং
রোজ শুক্র ও শনিবার ।
রেজিস্ট্রেশনের শেষ সময় ২২ শে অক্টোবর ২০২৪ ইং রাত ১০:০০ ঘটিকা পর্যন্ত
রোজ শুক্রবার সকালে ৮:০০ টায় আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে বাসে করে রওয়না দেয়া হবে এবং রাত ৮:০০ ঘটিকায় বাসে ফিরে যে স্থান থেকে রওনা দেওয়া হয়েছিল ওই স্থানেই নামিয়ে দেওয়া হবে।
** বাস থেকে নামার পর নিজ নিজ দায়িত্বে স্ব স্ব বাসা বা হোটেলে পৌঁছাবেন।
👉 যে যে স্থানগুলাতে যাওয়া হবে:
## হযরত শাহজালাল (রহঃ) -এর মাজার।
## হযরত শাহপরান (রহঃ) এর মাজার।
## জৈন্তাপুর রাজবাড়ী।
## জৈন্তা হিল রিসোর্ট
## শ্রীপুর (মেঘালয়ের খুব কাছাকাছি)
## জাফলং জিরো পয়েন্ট
## মায়াবী ঝর্ণা
## হরিপুর আগুন পাহাড়
## চা বাগান
## সময় কভার করতে পারলে খাসিয়া পুঞ্জি
“”””” একই সাথে থাকছে একদিনের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা “”””
⚡⚡যা যা থাকছে এই খরচেঃ
***** ২৫/১০/২০২৪ ইং তারিখ*******
আনন্দ ভ্রমণ
## সিলেট থেকে সকল যাতায়াত।
## সকালের হালকা নাস্তা।
## দুপুরের লান্স সাদা ভাত /চিকেন বিরিয়ানি।
## বিকালে চা চক্র (রং চা)।
## হিল রিসোর্টের প্রবেশ ফি।
## সংস্থার নাম সংযুক্ত টি শার্ট/ ক্যাপ
***বি:দ্র: ## নৌকা ভাড়া (ব্যক্তিগত)*****
*****২৬/১০/২০২৪ ইং তারিখ****-
মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
## সকালের নাস্তা।
## দুপুরের লাঞ্চ (বিরিয়ানি)।
## কাগজ।
## কলম।
## ফাইল।
## প্রশিক্ষণ সনদ।
**-ইভেন্ট ফি-**
জনপ্রতি খরচ: দুই দিনে ১১৫০ টাকা মাত্র
কোন ব্যক্তি যদি চান শুধুমাত্র পিকনিকে যাবেন ট্রেনিং করবেন না তাহলে তার জন্য শুধুমাত্র পিকনিকের ইভেন্ট ফি ৯০০ টাকা । আবার কেউ যদি চান পিকনিকে যাবেন না শুধুমাত্র প্রশিক্ষণ নিবেন তার জন্য ইভেন্ট ফি ৬০০/-
*** জাফলং এ যাওয়ার সময় যা যা সাথে নিতে হবে —
=====================
১) সানগ্লাস
২) গামছা
৩) লুঙ্গি অথবা হাফপ্যান্ট
৫) অতিরিক্ত ০১ (এক) সেট কাপড়
৬) স্পন্স জাতীয় সেন্ডেল
৭) পলিথিন
৮) সানক্যাপ
৯)ছবি তোলার জন্য নিজ নিজ মোবাইলে অথবা ক্যামেরা
#### ২৬/১০/২০২৪ ইং তারিখে প্রশিক্ষণ কর্মশালা শেষে
মানবাধিকার ও সমাজ সেবায় বিভিন্ন কার্যক্রমে অবদান রাখার জন্য যাচাই-বাছাই পূর্বক সম্মাননা ও বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হবে ####
**** মিলন মেলায় আগত তিন বছরের ঊর্ধ্বে সকলের রেজিস্ট্রেশন প্রয়োজন রয়েছে ****
সিলেটের বাইরে থেকে যে সকল সম্মানিত সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, প্রয়োজনে আপনাদের চাহিদা অনুযায়ী হোটেল ভাড়া করার বিষয়ে সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
বিঃ দ্রঃ : বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি দেশের অবস্থা আমাদের নির্ধারিত তারিখ ও সময়ে সুশৃংখল এবং ট্যুর করার মত পরিস্থিতি না থাকে পাশাপাশি আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তাহলে নির্ধারিত তারিখ পরিবর্তন হতে পারে।।
ধন্যবাদান্তে
রকিব আল মাহমুদ
সভাপতি ( সিলেট বিভাগ)
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন
আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে
(রকিব আল মাহমুদ)
০১৭৪২-৪৯২৫৯২ (পার্সোনাল বিকাশ) হোয়াটসঅ্যাপ ও ইমো ,
অন্যান্য তথ্য জানতে যোগাযোগ করুন
০১৭১১-০৬৭১৬১, ০১৭৯১-২৪০২৪০,০১৭৭৫-১০১২০১
বিকাশে টাকা পাঠালে অবশ্যই কল করে লাস্ট নাম্বার বলে কনফার্ম করুন।
আয়োজনে : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা,
আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, সিলেট বিভাগ।