মোঃ উজ্জ্বল সরকার ,গাইবান্ধা প্রতিনিধিঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে গাইবান্ধার ফুলছড়িতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরের গেটে মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক সহকারি শিক্ষক অংশ নেন। পরে দাবীর সাথে একাত্বতা ঘোষনা করে। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মো. শাহিন মিয়া, শিমুল মিয়া, ইসমাইল হোসেন, সাজিদুল ইসলাম, মোছা. তৌহিদা আক্তার, মেহেদী হাসান ও নূরে আলম সুজন প্রমুখ। মানববন্ধন কর্মসূচি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল-এর কাছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। প্রাথমিকের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ উপজেলা প্রধান সমন্বয়ক মো. স্বাধীন মিয়া ও একেএম শামসুজ্জোহা রঞ্জু। মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা ১৩তম গ্রেডে (৩য় শ্রেণি) বেতন পাচ্ছেন। অথচ তাদের সম্মান যোগ্যতায় অন্যান্য ডিপার্টমেন্টে ১০ম গ্রেডে (২য় শ্রেণি) বেতন পাচ্ছেন। বিশেষ করে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ১০ গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতাই একটা বড় বৈষম্য। প্রাথমিকের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ সমন্বয়ক মো. শাহিন মিয়া জানান, উচ্চ মাধ্যমিকের সহকারি শিক্ষক এবং ডিপ্লোমা পাসের যোগ্যতায় নার্সরা জাতীয় পে-স্কেলের ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। একইভাবে উচ্চ মাধ্যমিকসহ ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ১০ম গ্রেড, পুলিশের এসআই স্নাতক যোগ্যতায় ১০ম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় ১০ম গ্রেড পাচ্ছেন। সহকারি শিক্ষকদের বর্তমান বেতন হয় ১৩তম গ্রেডে। সেটা ১০ম গ্রেডে উন্নীতের দাবীতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি দেন সহকারি শিক্ষকরা।
আপনার মতামত লিখুন :