গোবিন্দগঞ্জে নবাগত ইউএনও হিসেবে সৈয়দা ইয়াসমিন সুলতানা-এর যোগদান
✒ মোঃ উজ্জল সরকার , গাইবান্ধা প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
মোঃ উজ্জল সরকার , গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সৈয়দা ইয়াসমিন সুলতানা যোগদান করেছেন। রোববার (৬ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারি কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। তিনি ৩৫তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অর্ন্তভূক্ত হন। এরআগে তিনি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার (রাজস্ব শাখা ও ভিপি সেল) হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁপাইনববাবগঞ্জ জেলার বাসিন্দা। সোমবার (৭ অক্টোবর) সকালে আনুষ্ঠানিক ভাবে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
আপনার মতামত লিখুন :