ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

রূপগঞ্জে গভীর রাতে বিএনপির কার্যালয়ে দূর্বৃত্তের আগুন

✒রূপগঞ্জ প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গভীর রাতে আগুন দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা৷রবিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রধান কার্যালয়ে ঘটে এই অগ্নি সংযোগের ঘটনা।আগুনে কার্যালয়ের বেশ ক্ষয়ক্ষতিসহ পুড়ে যায় আসবাবপত্র। এ ঘটনার নিন্দা জানিয়ে আগামী ২৪ ঘন্টার ভেতর দোষীদের আইনের আওতায় আনার দাবি করেছেন স্থানীয় বিএনপি।বিএনপি নেতারা জানান, গভীর রাতে ক্লোজ সার্কিট ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে গভীর রাতে গান পাউডার ছিটিয়ে আগুন দেয় দূর্বৃত্তরা। পরে খবর পেয়ে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। আগুনে কার্যালয়ের সিলিং ইলেকট্রনিক্স ডিভাইসসহ আসবাবপত্র পুড়ে গেছে। সকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে এসে ঘটনার নিন্দা জানিয়ে আগামী ২৪ ঘন্টার ভেতর দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি করেছেন।