ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

(ছবিও ও লেখা সংগ্রহীত)

সুখী কে?

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ৫:১১ অপরাহ্ণ

তুরস্কের যুধিষ্ঠিরকে যক্ষ জিজ্ঞাসা করেছিল, ”সুখী কে? উত্তরে যুধিষ্ঠির বলেছিলেন,
“যাহার ঋণ নাই, আর নিজের ঘরে থাকিয়া দিনের শেষে যে চারিটি শাক-ভাত খাইতে পায়, সেই সুখী। 👍
একদিন তুর্কীর বিখ্যাত কবি ওনার বন্ধু বিখ্যাত চিত্রকর আবেদিন দিনোকে অনুরোধ করেছিলেন একটা সুখের ছবি আঁকার জন্য। আবেদিন দিনো তার বন্ধুর অনুরোধে এই ছবিটি এঁকে দেন। ভালো করে ছবিটি দেখুন, খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন.. এক লহমায় মুছে যাবে সকল ভয়, ভীতি, হতাশা।