গাইবান্ধা প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে আহত মিলন ও সোহাগকে সাবেক এমপি শামীম কায়ছার লিংকন এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে পুলিশের রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত ছাত্র ফুলবাড়ী ইউনিয়নের দিগদাইর গ্রামের মিলন ও শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামের সোহাগকে চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়ছার লিংকন। পরে তিনি বিএনপি’র দলীয় কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট গোবিন্দগঞ্জ উপজেলা শাখা নবনির্বাচিত কমিটির আহ্বায়ক দেবাশীষ কুমার চাকী কাজল,সদস্য সচিব গোবিন্দ কুমার দাস সহ নেতৃবৃন্দ এবং শিক্ষক কর্মচারী ঐক্য জোটের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জুবায়েরুল হক অধ্যাপক জাহাঙ্গীর আলম,কাজী রায়হান কবির লিপন সহ নেতৃবৃন্দ সঙ্গে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক জননেতা ফারুক আহাম্মদ,পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু,সদস্য সচিব আবু জাফর লেলিন,উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক,তরিকুল ইসলাম চঞ্চল, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক শেখ শাহ আলম সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :