গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১১ ঘণ্টা পর সড়কে যানচলাচল শুরু শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর খুলল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়ে জনজীবন। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে মঙ্গলবার সন্ধ্যার পর বেতন পরিশোধ করা হলে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা জানায়, ভোগড়া বাইপাস এলাকায় অ্যাপারেলস প্লাস কারখানার সাধারণ শ্রমিকদের একমাসের এবং স্টাফদের তিন মাসের বকেয়া বেতন পাওনা ছিল। বেতনের দাবিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা দেয় অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট। স্থানীয় প্রশাসন শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যান ঘণ্টার পর ঘণ্টা। এ অবস্থায় পুরো মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে। এতে বিপাকে পড়েন নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। এছাড়া এক জায়গায় আটকে থেকে নানামুখী দুর্ভোগে পড়ে যাত্রী ও চালকরা। শ্রমিকদের দাবি, তিন মাসের বেতন বকেয়া রয়েছে তাদের। কিন্তু মালিক পক্ষ হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করে। তিন মাস ধরে বেতন দেই-দিচ্ছি বলে টালবাহানা করছে তারা। এ অবস্থায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। যাত্রী ও চালকদের অভিযোগ, শ্রমিক আন্দোলনসহ যেকোনো সমস্যায় সড়ক অবরোধ করা হয়। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। আর এ অবস্থার উত্তরণ চান তারা। সন্ধ্যার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে মালিকপক্ষ বেতনাদি পরিশোধ করলে সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা। এ ব্যাপারে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট নজরুল ইসলাম জানান, শ্রমিক অসন্তোষের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট দেখা গেছে। তবে বিভিন্ন রুটে গাড়ি ডাইভারসনসহ যানজট সহনীয় পর্যায়ে রাখতে তারা কাজ করছেন। এদিকে, কারখানায় শ্রমিক বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোগড়া বাইপাস ও আশপাশের এলাকায় বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পপুলিশ জানিয়েছে, জেলায় মঙ্গলবার ৫টি কারখানা বন্ধ আছে। এর মধ্যে ৪টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ১টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :