ঢাকা শনিবার ৪ অক্টোবর, ২০২৫
চলতি বছর জিম্বাবুয়েতে টি-টেন লিগ লিগ খেলে এসেছেন তাসকিন আহমেদ। দেশের বাইরে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েই চমক দেখিয়েছেন ডানহাতি এই পেসার। তাতে আবারও টি-টেন লিগে ডাক পেয়েছেন এই স্পিডস্টার।
আবু ধাবি টি-টেন লিগে তাসকিন আহমেদকে দলে টেনেছে বাংলা টাইগার্স। ড্রাফট থেকে এই পেসারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার (৯ অক্টোবর) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে বাংলা টাইগার্স।
শুধু তাসকিন-ই নয়, বাংলা টাইগার্সে হয়ে আবু ধাবি টি-টেন লিগে খেলবেন সাকিব আল হাসানও। এবারের ড্রাফটে তাকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। লিগের গত আসরে দলটিকে নেতৃত্বও দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত অধিনায়ক।
সাকিব-তাসকিন ছাড়াও বেশকিছু বড় নামকে দলে টেনেছে বাংলা টাইগার্স। এই তালিকায় আছেন পাকিস্তানের আজম খান, দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট, ইংল্যান্ডের রিস টপলি এবং ভারতের রবিন উথাপ্পা।
আপনার মতামত লিখুন :