ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
সোহানুল হক পারভেজ ,রাজশাহী বিভাগীয় প্রধান : বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দিনের পক্ষে রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার সদ্য যোগদানকৃত ইউএনও মিনহাজুল ইসলামের সাথে বিএনপির নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও সমসাময়িক বিষয়ে মতবিনিময় করেন। মঙ্গলবার শেষ বিকেলের দিকে নির্বাহীর দপ্তরে শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি আরশাদ আলী, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক ফিরোজ, সাবেক ছাত্রদল নেতা সুলতান আহমেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর মুঞ্জুর রহমান, পৌর বিএনপি নেতা বাদল, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মূর্তুজা, জেলা যুবদল নেতা রাশেদুল, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোতালেব হোসেন সহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। নেতারা (অব:) মেজর জেনারেল শরীফ উদ্দিনের পক্ষে সালাম পৌঁছে দিয়ে বর্তমান সরকারের দেশ সংস্কারসহ, আগামী শারদীয় দূর্গা পূজা উৎযাপন নিয়ে আলোচনা করেন।
আপনার মতামত লিখুন :