নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত!
নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ রাশিদুল হক, পুলিশ সুপার, নওগাঁ।পুলিশ সুপার মহোদয় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে সমস্যা ও প্রস্তাবের বিষয়ে শোনেন এবং সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি সকল অফিসার ফোর্সকে পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং আইন বিধি মেনে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় সদ্য যোগদানকৃত আর আই জনাব মোঃ নুরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান।পুলিশ সুপার মহোদয় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ০৫ জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরন করেন। অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল জনাব ফৌজিয়া হাবিব খান শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হন। কল্যাণ সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উজ্জ্বল কুমার সরকার নওগাঁ।
আপনার মতামত লিখুন :