ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫

পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুভ উদ্বোধন

✒ মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার: প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার: নীলফামারীর কিশোরগঞ্জে গৃহপালিত পশু ছাগল ভেড়ার ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে পিপি আর রোগ নির্মুলে বিনামূল্যে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ কেশবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পিপি আর টিকার শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মৌসুমী হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, পিপিআর একটি মারাত্মক রোগ এবং এই রোগে প্রতিবছর বাংলাদেশে প্রচুর ছাগল ভেড়া মারা যায়। প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক ভাবে ক্ষতি গ্রস্ত হয়।এই রোগ নিয়ন্ত্রণ এবং মৃত্যুর হার কমানো গেলে দেশে মাংসের উৎপাদন বৃদ্ধি এবং পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পাবে।সেই সাথে বিদেশে রপ্তানি করণ ক্ষমতা অর্জন করবে। তিনি আরও বলেন, ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। এসময় তিনি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ের চিকিৎসকদের বলেন,মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা দিতে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা প্রদানের নির্দেশনা দেন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নুরুল আজীজের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাহিদ সুলতানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদের চিকিৎসক ডাঃ মোঃ সবুর রহমান, মোঃ গোলাম সারোয়ার, মোঃ দয়াল মিয়া,মোঃ সবুজ মিয়া, মোঃ সুজন মিয়া সহ আরোও অনেক কর্মচারীগন উপস্থিত ছিলেন। এসময় ১০০ শতাধিক মানুষ তাদের ছাগল -ভেড়ার পিপিআর টিকা,কৃমি ও ভিটামিনের ওষুধ গ্রহণ করেন। প্রাণীসম্পদ কার্যালয় সুত্রে জানা যায়, পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মুলের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭০ হাজার। যা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে ছাগল ও ভেড়াকে মোট ৭০ হাজার টিকা প্রদান করা হবে।