গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে জমিতে বিদ্যুৎ এর তার লাইন দিয়ে ফাঁদ তৈরী, আটকে পড়ে মোহাম্মদ আলী (৬০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আলী দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত: আইজার আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দরবস্ত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত আজেল হক শেখের ছেলে খয়বর আলী শেখ (৪০)তার ধানের জমির চারপাশে একই এলাকার নাছির উদ্দিন শেখের ছেলে জহুরুল কে নিয়ে দুজনে মিলে খয়বরের বাড়ী হতে বিদ্যুৎ এর লাইন নিয়ে তার ও গুনা দিয়ে ঘিরে বিদ্যুৎ সঞ্চালন লাইন করে গোপনে ইদুর মারা ফাঁদ তৈরী করে রাখে। ১ অক্টোবর ভোরে একই এলাকার আইজার আলীর ছেলে কৃষক মোহাম্মদ আলী ফজরের নামায পড়ে যথানিয়মে খয়বরের জমির আইল দিয়ে মাছ ধরা জাল তোলার জন্য গেলে বিদ্যুৎ তাড়ে জড়িয়ে ঘটনাস্থলেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়।এ ঘটনার পর পরই এলাকার লোকজন খয়বর ও জহুরুলের বিচার দাবী করলে তারা পালিয়ে যায়। এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ,ফ,ম আসাদুজ্জামানের নির্দেশ এস,আই তাহসিন ও এস,আই হারুনর রশিদ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল তদন্ত করেন। গোবিন্দগঞ্জ থানার তদন্ত অফিসার তারেকুল ইসলাম টুটল বিষয় টি নিশ্চিত করে জানান, ঘটনায় মামলা দায়েরে প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :