ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
মোঃ ইউসুফ আলী, বীরগঞ্জ: “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ( সোমবার ) সকাল ১১.৩০ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকার্তার কার্যালয়ের আয়োজনে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহসীন, সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডল সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও ইউপি চেয়াম্যানগন। আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ প্রতিপাদ্যে এবার দিবসটি পালিত হচ্ছে। শিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করে সচেতনতা তৈরিতে প্রতিবছর বাংলাদেশে দিবসটি পালন করা হয়। ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়। সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী বলেন, একটা সময় ছিলো যখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশু বেশি চাইত পিতা-মাতারা। কন্যার জন্মগ্রহণে খুশি হতে পারত না পিতামাতারা। কারণ, তখন কন্যা শিশুর চেয়ে পুত্র শিশুকে বৃদ্ধ বয়সের অবলম্বন মনে করা হত। তাই কন্যা শিশুর চেয়ে পুত্র সন্তানকে পরিবারে গুরুত্ব দেয়া হতো বেশি। তবে সময় বদলেছে, তার সাথে বদলেছে পিতামাতার ধারণারও। নানারকম বাধা-বিঘ্ন পেরিয়ে কন্যা শিশুরা এখন পুত্র সন্তানের মতো সমানতালে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে অবদান রেখে চলেছে। কন্যা সন্তানও বৃদ্ধ পিতা-মাতার অসহায় জীবনে সহায় হয়ে দেখা দিচ্ছে। ক্ষেত্রবিশেষে পুত্র সন্তানের চেয়ে বাবা-মার প্রতি বেশি গুরুদায়িত্ব পালন করছে কন্যারা। উল্লেখ্য : আজ কন্যা শিশু দিবসটি ঘিরে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপনে অধীনস্ত জেলা ও উপজেলা দপ্তরগুলোকে কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। উল্লেখ্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে।
আপনার মতামত লিখুন :