ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
মোঃ উজ্জল সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি :গাইবান্ধার পলাশবাড়ীতে পুষ্টি সমন্বয় কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এনএনএস ও ডিজিএইচএস প্রকল্পের সহযোগিতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কামরুল হাসান বলেন,পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। যে দেশের জনগণের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা ভালো, সে দেশ তত উন্নত। সুষম পুষ্টিকর খাবারই সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে। এ সময় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা: আনিছুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, ১নং কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর, সাংবাদিক শাহআলম সরকার, ফেরদাউস মিয়া, মাসুদার রহমান মাসুদ মিজানুর রহমান মিলন মন্ডলসহ অনেকে। এ সময় পুষ্টি সমন্বয় কমিটির সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগনসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন, গাইবান্ধার এনএনএস ও ডিজিএইচএস প্রকল্পের উপ প্রশাসনিক কর্মকর্তা জয়ন্ত প্রসাদ।
আপনার মতামত লিখুন :