ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

সত্য ঘটনার অবলম্বনে 'খুফিয়া'

অসাধারণ মুভি ‘খুফিয়া’

অনলাইন ডেস্ক ।। প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১:৪০ পূর্বাহ্ণ

ঘটনার শুরুই হয় বাংলাদেশ থেকে। ঢাকায় ‘র’ এর একটি অপারেশনকে কেন্দ্র করেই কাহিনী এগিয়ে চলে। পরবর্তীতে যুক্ত হয় আমেরিকার সিআইএ। ২/৪ বার বাংলাদেশের রাজনৈতিক দল জামাত প্রসঙ্গও উঠে আসে।
একদম প্রথম সিনেই আমাদের বাঁধনকে দেখা যায়। ওনার অভিনয় ঠিকঠাক হলেও দেখতে মোটেই ভালো লাগেনি। কাহিনীর প্রয়োজনেই ওনাকে আরো গ্ল্যামারাস দেখা গেলে ভালো হতো। ওনার হিন্দি উচ্চারণ ছিলো সুন্দর।
টাবুর কথা কি আর বলবো উনি অভিনয় দিয়ে আমার হৃদয় জিতে নিয়েছেন। আর ওনাকে দেখতেও লেগেছে খুবই আকর্ষণীয়। আমার মনে হয় উনি বয়স টাকে একসেপ্ট করে নিয়েছেন বলেই এতটা আকর্ষণীয়।
ওয়ামিকা গাপ্পী দেখতেও যেমন সুন্দর অভিনয়ও করেছেন ফাটাফাটি। বিশেষ করে খালি বাসায় ওনার একটিভিটি সত্যিই উপভোগ্য।
আলী ফজল ঠিকঠাক অভিনয় করেছেন। আর ওনার মায়ের চরিত্র খুবই ইন্টারেস্টিং।
ভারতে ধর্মীয় বাবারা আসলে কিভাবে রাজনীতির সাথে জড়িত সেটাও হালকা দেখানো হয়েছে।
মুভির প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম উপভোগ্য। টানটান উত্তেজনা হয়তো নেই তবে গল্প চমৎকার। মুভিটির কিছু অংশ সত্য ঘটনার অবলম্বনে।