ঢাকা বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫

ঢাকা বৃহস্পতিবার ৩রা এপ্রিল, ২০২৫

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ রেল স্টেশনে ঢাকাগামী ট্রেন স্টপেজের দাবিতে রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান

✒ গাইবান্ধা প্রতিনিধি: প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ স্টেশনে ঢাকা গামী যেকোন একটি ট্রেন স্টপেজের দাবি জানিয়ে আন্দোলন করছে ছাত্রজনতা সহ সর্বস্তরের জনগণ। এ রি ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ছাত্রজনতা ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে স্বারকলিপি ডিজি মহাদোয়ের হাতে তুলে দেন, গাইবান্ধা -৪ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ শামীম কায়সার লিংকন।এসময় গোবিন্দগঞ্জ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ,মহিমাগঞ্জ বিএনপির নেতা সুজা, বিএনপি নেতা সিদ্দিক ,খাজা,সোহেল,মোফাজ্জল, তুষার, জিয়ন সরকার, ছাত্র জনতার পক্ষে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় রেলওয়ে মহাপরিচালক ট্রেন স্টপেজের দাবীর বিষয়ে আশ্বাস্ত করে দ্রুত পদক্ষেপ নিবেন বলে জানান।