আনোয়ার হোসেন,ষ্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকগণ দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে এক দফা এক দাবিতে মানববন্ধন করেন । ২২ সেপ্টেম্বর ২০২৪ ইং রবিবার বিকেল সাড়ে চার ঘটিকার সময় মির্জাপুর কলেজ রোডের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । সহকারী শিক্ষকদের এই যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিনুর রহমান খান। মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান , বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান জুয়েল। মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানসহ উপস্থিত প্রধান শিক্ষক ছিলেন শামসুল ইসলাম ,শাহিন আলম ,দেওয়ান নাসির উদ্দিন, শরীফ হোসেন, সুফিয়া বেগম ,শিল্পী আখতার সহ আরো অনেক জন । সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সেলিম আল মামুন নির্বাহী সম্পাদক মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আরো বক্তব্য রাখেন শিক্ষক নেতা আজহারুল ইসলাম দেওয়ান সুমন, আরিফ হোসেন, বজলুর রহমান, নাজমুল হোসেন, মলয় চক্রবর্তী, মাহবুব আলম, রফিকুল ইসলাম, জুলহাস উদ্দিন,শামিম সিদ্দিকী, আলিম সিদ্দিকী । এসময় শিক্ষক নেতারা বক্তব্য বলেন ১০ ম গ্রেড শুধুই আমাদের দাবি নয় আমাদের অধিকার তারা সরকারের কাছে অতি তাড়াতাড়ি এই দাবি পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন । এ সময় আরো অন্যান্য সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।
আপনার মতামত লিখুন :