গাইবান্ধা প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও জাতীয় অর্থনীতি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার অফিসে আগমনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব কামরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জীবন মান উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বক্তব্যে বলেন, আমরা ৪২ বছর ধরে সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করে আসছি। জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকের উপর জুলুম, নির্যাতন,মামলা,খুন,গুম নিয়ে সারা বাংলাদেশে প্রতিবাদ সহ সহযোগিতা করে আসছে। আগামি ২৮ নভেম্বর সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সকল সাংবাদিককে উপস্থিত থেকে সমাবেশ সফল করার আহবান যানান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি শাহিন আলম (দৈনিক খোলা কাগজ), যুগ্ন সম্পাদক হেদায়তুল ইসলাম সৌখিন (দ্যা ডেইলি সান), সাংগঠনিক সম্পাদক মুক্তার সরকার( দৈনিক মানব জমিন) এতে উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক মোস্তাফিজুর রহমান(দাবালন),দপ্তর সম্পাদক জাফর ইকবাল রানা (নাগরিক ভাবনা), প্রচার সম্পাদক খসরু মাহমুদ(দৈনিক বাংলাদেশ সমাচার), সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম খোকন(স্বাধীন সংবাদ), ক্রীড়া সম্পাদক সামছুজ্জামান ছামছুল, দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সম্পাদক রিজুয়ন আহমেদ,সহ গন্য মান্য ব্যক্তি বর্গ।
আপনার মতামত লিখুন :