আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার:
মির্জাপুর উয়াশী ইউনিয়নের বন্দ্য কাওয়ালজানি খাদেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন এলাকাবাসী। ১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং মঙ্গলবার সকল ১১ ঘটিকার সময় স্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে এই মত বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ শহিদুর রহমান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রাক্তন ছাত্র ও সমাজসেবকবৃন্দ । এলাকাবাসী স্কুলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন । সমাজসেবক মোঃ শহিদুর রহমানসহ সকলে বলেন স্কুলের ছাত্র-ছাত্রী বৃদ্ধি শিক্ষার মান উন্নয়ন স্কুলের একাডেমিক নিয়ম-শৃঙ্খলা গরিব অসহায় ছাত্র-ছাত্রীদের কিভাবে সাহায্য করা যায় সেই বিষয়ে আলোচনা করেন ও শিক্ষকদের প্রাইভেট পড়ানোর জন্য মনোযোগী না হয়ে শ্রেণিকক্ষে ভালো করে পাঠদান করার জন্য আহ্বান জানান । এক পর্যায়ে দীর্ঘদিন যাবত একই ম্যানেজিং কমিটি অব্যাহত থাকায় এলাকাবাসী ক্ষোব প্রকাশ করেন তারা আরও বলেন স্কুলের মেইন রাস্তা থেকে স্কুল পর্যন্ত রাস্তা তৈরি মাঠ ভরাটের সরকারি কাজের কিছু অনিয়মের কথা তুলে ধরেন এবং এলাকাবাসীর সকলকে নিয়ে মতবিনিময় করে যেন ম্যানেজিং কমিটি করা হয় সেই বিষয় সম্পর্কে প্রধান শিক্ষকে অব্যাহত করেন ।। প্রধান শিক্ষক এলাকাবাসীদের স্বাগতম জানান এবং তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন । প্রধান শিক্ষক বলেন অতীতে যা হয়ে গেছে সে বিষয়ে এখন আর কথা বলবো না বর্তমান সময়ে সকলকে নিয়ে একসাথে স্কুলের উন্নয়নে কাজ করে যাব , তিনি আরো বলেন মাঠ ভরাট এবং রাস্তার কাজ যথা নিয়মে হয়েছে। আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশিষ্টজনদের সহযোগিতা কামনা করছি যাহাতে আমি স্কুলের উন্নয়ন লেখাপড়ার মান বৃদ্ধি ছাত্র-ছাত্রী বৃদ্ধি করা যায় এবং যেকোন বিষয়ে আমাকে আপনারা সহযোগিতা করবেন ,আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি ।
আপনার মতামত লিখুন :