কে.এম. হাছান: খালি বাড়ি পেয়ে জোরপূর্বক সেই বাড়ির মালিকের আধাপাকা রান্নাঘর ভেঙ্গে জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের আলোকে ঘটনাস্থল ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের কৃষ্ণপুর কমলের বাড়িতে (মিজি বাড়ি) গেলে অভিযোগ কারী আরিফ মিজি (ফিতা মৃত আব্দুল হাই মিজি) বলেন, তার চাচাতো ভাই কাউছার, সাদ্দাম, মাসুম বিল্লারা জোরপূর্বক তাদের আদা পাঁকা রান্নাঘর ভেঙ্গে ঘরের যাবতীয় জিনিস সব তচনচ করে ফেলে। এবং আধা পাকা ঘরের নিচে যে সম্পত্তি আছে তাহা দখল করার চেষ্টা করে। তিনি আরও বলেন, তারা স’পরিবার নিয়ে চাঁদপুরে ভাড়া বাসায় থাকেন। এ সুযোগে বাড়ি খালি পেয়ে তার চাচাতো ভাইয়েরা এ ঘটনা ঘটায়। লোক মারফত আরিফ মিজি খবর পেয়ে বাড়িতে গিয়ে দখল কারীদের বাধা দেয়। এবং দখলকারীরা কথা না শুনলে আরিফ মিজি ইউনিয়নের চেয়ারম্যান ও গ্রাম পুলিশের সহযোগিতা নিয়ে কাজ বন্ধ করে দেয়। কিন্তু পরেরদিন সোমবার পুনরায় দখলকারীরা আবার সেই জায়গার সবকিছু ভেঙ্গে সব তছনছ করে ওই সম্পত্তি দখল নেয়ার চেষ্টা করে। তিনি বলেন, এই সম্পত্তি তাদের পৈতৃক সম্পত্তি। কিন্তু আগে থেকে তার চাচাতো ভাইয়েরা এই সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে আসছে। যার কারনে আরিফ মিজি সঠিক বিচার পাওয়ার জন্য ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ ও আদালতে এই সম্পত্তি নিয়ে মামলা দায়ের করেন। এবং বর্তমানে মামলা বিচারাধীন। অন্যদিকে দখলকারীদের পক্ষের একজন সোহেল রানা (সাদ্দাম) বলেন, যে সম্পত্তির উপর থেকে রান্নাঘর ভেঙ্গে দেওয়া হয়েছে, সে সম্পত্তি তাদের খরিত সম্পত্তি।
আপনার মতামত লিখুন :