ঢাকা শনিবার ৪ঠা জানুয়ারি, ২০২৫
তোফায়েল আহমদ ,সিলেট :
গণসংহতি আন্দোলন -রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাওয়ায় কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ভাই ও নির্বাহী সমন্বয়কারী রুবেল ভাইকে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী তোফায়েল আহমদ। জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এর সিলেটের সিনিয়র প্রতিনিধি ও হিউম্যান রাইটস হেলথ এন্ড এডুকেশন সোসাইটি সিলেট জেলা কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমদ এক বার্তায় বলেন, গণসংহতি আন্দোলন একটি রাজনৈতিক সংগঠন, যে সংগঠনটি স্বৈরাচার সরকারের সময় ও জুলুম, নির্যাতন সহ্য করে রাজপথে মিছিল,মিটিং করে প্রতিবাদ করে এসেছেন। কোন বাধাই এই সংগঠনটিকে ধাবিয়ে রাখতে পারে নাই এবং আগামীতে ও পারবে না। তোফায়েল আহমদ বলেন, গণসংহতি আন্দোলন ২০০২ সালে প্রতিষ্ঠা লাভ করে সরকারের চামচামী না করায় ২২ টি বছর সংগঠনটি নিবন্ধন দেওয়া হয় নাই। আজ দেশের রাজনৈতিক সংগঠনের ৫৩ নং দল হিসাবে মাথাল মার্কা নিয়ে নিবন্ধন পাওয়ায় কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও নির্বাহী সমন্বয়কারী সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। কারন দেশের দূর্দিনে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কত হামলা, মামলার শিকার হতে হয়েছিল এই সংগঠনের নেতৃবৃন্দকে ২২ টি বছর। গণসংহতি আন্দোলন নামক দলটিতে যোগ দেওয়ার জন্য সকল স্তরের জনসাধারণকে আহবান জানান।
আপনার মতামত লিখুন :