ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ভূমি অফিসের পিয়ন অর্থ আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন গংগাচড়ায়

✒ মোছ: স্নিগ্ধা আক্তার : প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ

মোছ: স্নিগ্ধা আক্তার : রংপুরের গংগাচড়া উপজেলা ইউনিয়ন পরিষদের ভূমি অফিসের অফিস সহায়ক পোস্টে কর্মরত ভূপতি চন্দ্র সরকার অফিসে কর্মরত অবস্থায় সরকারী ফি ব্যতিত অতিরিক্ত অর্থ আদায় এবং বিভিন্ন জায়গায় জমি বিক্রয়ের প্রলোভন দেখিয়ে লোকজনের নিকট হতে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগে গংগাচড়া প্রেস ক্লাব এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, গংগাচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম মান্দ্রাইন গ্রামের মোঃ সুজা মিয়া (৫৫), মেরাজুল ইসলাম (৭০),মমতাজ বেগম (৭৫) বলেন,দীর্ঘদিন ধরে পৈত্রিক জমিতে বসবাস করে আসছেন। ভূমি অফিসে পিয়ন ভূপতি চন্দ্রের বাড়িতে এসে এ জমি দেখভালের দায়িত্ব দেন লন্ডন প্রবাসী আজিজুল ইসলাম। তিনি দেশে আসলে জমি লিখে দেওয়ার ব্যবস্থা করতেছি বলে এ টাকা নেন। এরপর পিয়নকে ৫ লাখ টাকা দেওয়া হয় কিন্তু জমি লিখে দেয়নি। মমতাজ বলেন স্বামী ও ছেলে সন্তান না থাকায় ৭০ হাজার টাকা সুদের ওপর এনে দিয়েছি। কিন্তু জমি লিখে দেননি।পরে জমি লিখে দেওয়ার নামে আবারো টাকা দাবি করছেন পিয়ন। মিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন আমার কাছেও ৭৫ হাজার টাকা নিয়ে আবার টাকা দাবি করেন তিনি। আরও বেশি কিছু মানুষের কাছে ওই লন্ডন প্রবাসীর আবাদি জমি লিখে দেওয়ার কথা কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।এসময়ে মানববন্ধনে ভুক্তভোগী মনোয়ারুল ইসলাম কিছু দাবী তুলে ধরেন, দাবীগুলো হলোঃ ভুক্তভোগী এলাকাবাসী জমি বাবদ যে অর্থ আত্মসাৎ করছে তা ফেরত দিতে হবে। তিনি জমির বায়নাপত্র বাবদ ৮ লক্ষ টাকা নিয়েছেন তা অনতিবিলম্বে ফেরত দিতে হবে। খাজনা খারিজে সরকারি ফি ব্যতিত যে অতিরিক্ত অর্থ আত্মসাৎ করছে তা সুষ্ঠ তদন্তে সুবিচার করতে হবে। জমির পাওনা টাকা চাইতে গেলে চাঁদা বাজি মামলা করে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং সরকারি পিয়ন পোস্টে কোটি টাকার কুমির হওয়ার রহস্য উদঘাটন করতে হবে। পিয়ন পোস্টে চাকুরী সামান্য বেতনে নামে-বেনামে সম্পদ ও স্ত্রী ছেলের বউয়ের নামে ব্যাংক ব্যালেন্সের হিসাব রাজস্ব বোর্ডের কাছে দিতে হবে বলে দাবি করছেন ভুক্তভোগী সহ মানববন্ধনে উপস্থিত সকলে।