ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫

পলাশবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

✒ মোঃ উজ্জ্বল সরকার,গাইবান্ধা প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ

মোঃ উজ্জ্বল সরকার,গাইবান্ধা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে পলাশবাড়ী মহিলার ডিগ্রী কলেজের আয়োজনে কলেজের হলরুমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার,সহ অধ্যাপক শাহ সুলতান আহমেদ,জ্যেষ্ঠ প্রভাষক মোজাম্মেল হক সরকার, প্রভাষক আব্দুল রাজ্জাক,জ্যেষ্ঠ তপন কুমার রায়, প্রদর্শক রুহুল আমিন,এস এম মেহেদী হাসান মিঠুসহ সকল কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী বাজার মসজিদের মোয়াজ্জেম মশিউর হোসাইন। উল্লেখ্য,আরবির মাসের ১২ রবিউল আউয়াল আজকের এই দিনে দুনিয়াতে শুভাগমন করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এবং এই দিনেই তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মহানবী (সা.) অজ্ঞতা, মুর্খতা ও ‘আইয়ামে জাহেলিয়াত’-এর অন্ধকার দূর করতে এসেছিলেন। তিনি বিশ্বে শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন। অশান্ত পৃথিবীতে শান্তির বাণী আবহ তৈরি করেছেন তিনি।