ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবিতে শিপন নামে এক মৎস্য চাষীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহত শিপনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটেছে।আহত শিপন (৪৫) পাঁচবিবি উপজেলার খাশবাট্রা এরলাকার আব্দুল মান্নানের ছেলে। সে পেশায় একজন মৎস্য চাষী।পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকালে শিপন তাঁর পুকুর পাড়ে কাজ করছিল। এ সময় মোটর সাইকেল যোগে কয়েকজন দৃবৃর্ত্তরা এসে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাভ জখম অবস্থায় শিপন উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ত্র অবস্থার অবনতি ঘটলে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়সাল বিন আহসান বলেন, আজ বিকালে শিপন তার পুকুরে শ্রমিক দিয়ে মাছে খাবার দিচ্ছিলেন। এসময় কয়েকজন যুবক মোটর সাইকেল যোগে পুকুর পাড়ে আসে। এসময় উভয়ের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে তারা শিপনকে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেছে। আহত শিপনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাইনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :