ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫

নওগাঁর নিয়ামতপুর চলছে,খাস পুকুর দখলের অভিযোগ

আনোয়ার হোসেন , স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ণ

আনোয়ার হোসেন , স্টাফ রিপোর্টারঃ নওগাঁ নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় খাস পুকুর দখলের অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়।বিভিন্ন এলাকায় বাড়ছে দখল বাজি একটি সুত্র জানায় গত কয়েক সপ্তাহ থেকে দখল বাজি বন্দর দাবিতে নেমে পড়েছে ছাত্র জনতা,এবং সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ায়। সেই সময় সুযোগ কে কাজে লাগিয়ে কিছু সুবিধা ভোগী, পুকুর দখলে ব্যস্তু হয়ে পড়েছে, কিন্তু বর্তমানে এই বিষয়ে কিছু সচেতন মহল বলেন, সরকারি ভাবে খাস পুকুর, সরকারি বিধি নিয়মে উপজেলার,জলমাহাল কমিটির মাধ্যমে যে সকল খাস পুকুর লিজ বা, ইজারা নিয়ে মাছ চাষ করা হয় এমন ভাবে কিছু দিনের মদ্ধে খাস পুকুর লিজ বা ইজারা প্রদান করা উচিত। কারণ ইজারা বা লিজ দেওয়া না হলে নিয়ামতপুর উপজেলায় পুকুর কে কেন্দ্র করে আলোচনা সমালচনা সহ সংঘর্ষের রুপ নিতেপারে বলে মনে করেন সচেতন মহল,পুকুর দখলের অভিযোগে মাছ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ থেকে অগাত খতি হবে বলে জানান মাছ চাষীরা।আরো জানায় মাছ চাষীরা আমাদের নিয়ামতপুর উপজেলায় পুকুরে সংখ্যা দুই হাজার ছয়শত এর সাথে যুক্ত হয়েছে,কিন্তু কিছু পুকুরে ইজারা প্রদান করা হয় না কারণ মসজিদ,মন্দিরের উন্নায়নের কাজে মাছ চাষ করা হয়ে থাকে।এই বিষয়ে এলাকাবাসী সূত্রে জানা যায় সরকারি নিয়মে উপজেলার জলমাহাল কমিটির মাধ্যমে লিজ বা ইজারা দিলে আগামীতে আরো ভালো করে মাছের ঘাটতি পূরণ করতে সক্ষম হবে।