ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

নীলফামারীতে বসত বাড়ির পাশে পুকুর খনন উচ্ছেদের অভিযোগ

✒ দৈনিক কলম যোদ্ধাঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

বার্তা সম্পাদক,মোঃ আল-আমিন ইসলামঃ জমি রেজিষ্ট্রি না দিয়ে ঘরের পার্শ্বে পুকুর খনন করে বসত ভিটা থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করছে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের গাড়ি চালক শাহ্ জামান বারী জবান। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়নে ১নং ওয়ার্ডের বাসিন্দা আশরাফুল ইসলাম (আশরাফুল)। তিনি জানান, ২০০৯ সালে আমার নিকট ৪ শতক জমি বিক্রয় করে ডিসি অফিসের গাড়ি চালক শাহ্ জামান বারী জবান। জমি রেজিষ্ট্রি সকল কাগজপত্র সম্পাদন করার পরেও দীর্ঘ ১৫ বছর যাবৎ আমার জমি রেজিষ্ট্রি না দিয়ে আমাকে জেলা প্রশাসন ও পুলিশের ভয়ভিতী দেখিয়ে আসছে। জমি রেজিষ্ট্রির জন্য চাপ দিলে আমার ঘরের পার্শ্বে অনুমতি বিহীন একটি পুকুর খনন করায় আমার ঘর ধ্বসে পড়ার সংঙ্কা দেখা দিয়েছে।এ বিষয়ে গাড়ি চালক শাহ্ জামান বারী জবান এর বক্তব্য পাওয়া যায়নি।জানতে চাইলে জেলা প্রশাসক পংঙ্কজ ঘোষ জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।