ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

সাঁথিয়ায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ

এস এম আলমগীর চাঁদ,  বিশেষ প্রতিনিধিঃ 

পাবনা সাঁথিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে.এম মাহবুব মোর্শেদ জ্যােতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, অন্যায় করে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি । স্বৈরাচারী খুনি শেখ হাসিনা তার জলন্ত উদাহরণ । স্বৈরাচার হটাও আন্দোলনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার মানুষ অংশগ্রহন করে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছে । ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন স্বৈরাচার ফেসিষ্ট হাসিনা সরকার উৎখাতের আন্দোলনে, আমরা যেন তা ভুলে না যাই ।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বাগা, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহ্ উদ্দিন খান পিপিএম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।