ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ফরিদগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশনের রান্না করা খাবার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ

 কে.এম. হাছান: ফরিদগঞ্জ ডিগ্রী কলেজ আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেছেন ফরিদগঞ্জ যুব উন্নয়ন ফাউন্ডেশন। টানা বর্ষনের ফলে বাসা বাড়িতে পানি উঠায় এখানে প্রায় শত পরিবার আশ্রয় নেয়। গত ১ সেপ্টেম্বর রবিবার দুপুরের খাবার পরিবেশন করেন যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মো.ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক আবু হানিফ, সহ-সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন ও আ. কাদির, সাংস্কৃতি সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। এ সময় যুব উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন- উপজেলার যে কোনো সংকটময় সময়ে ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় সবার পাশে থাকবে। উপজেলার যেকোনো ভালো কাজের সাথে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা কারো উদ্দেশ্যে হাসিলের জন্য নয় একমাত্র আল্লাহর সন্তুষ্ঠির জন্য কাজ করি।