ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্তমান সরকারের সুবিধাভোগীদের সাথে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় নরিনা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নরিনা ইউনিয়ন পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানে নরিনা ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান আবু শামীম এর সভাপতিত্বে বর্তমান সরকারের সুবিধাভোগীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের এমপি অধ্যক্ষ মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ – কমিটি সদ্যস,সুমগ্ন করিম, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য কে,এম নাছির উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ, আওয়ামীলীগ নেতা মোঃ শামসুল আলম সহ অন্যান্যরা।
এ সভায় বিধবা ভাতা কার্ডধারী, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, ভিজিএফ,ভিজিডি কার্ডধারীগন অংশ গ্রহন করে।
আপনার মতামত লিখুন :