ঢাকা সোমবার ৬ অক্টোবর, ২০২৫
সাংবাদিক মোঃ উজ্জল সরকার গাইবান্ধা জেলা প্রতিনিধি:গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধায় ৭ টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এসময় বক্তব্য রাখেন উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠন যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্র দল সহ সকল সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।
এসময় উপজেলা সভাপতি সকলের উদ্দেশ্যে বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠা বার্ষিকী ঘটা করে পালন না করে সীমিত পরিসরে আয়োজনের পরামর্শ দেয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অর্থ কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।
তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় যুবদল, ছাত্রদল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বন্যায় নিহতদের স্মরনে এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।
আপনার মতামত লিখুন :