ঢাকা সোমবার ৭ই জুলাই, ২০২৫
শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং কালিহাতীর মাটি ও মানুষের নেতা বেনজির আহমেদ টিটো বলেছেন, গত ১৭ বছরে বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিলো যে এই দেশটা আমাদের। এই দেশের নেতা এই দেশের মানুষই নির্বাচিত করবে, শেখ হাসিনা নয়। শেখ হাসিনা জুলুম, নির্বাচন, খুন, গুম, কারাবন্দি করে মানুষের বাকরুদ্ধ করেছিলেন। আজ ছাত্রজনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে বলেই স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। আজ আমরা স্বাধীন হয়েছি।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত জোগারচরে গত ৩১ আগষ্ট বিকাল ৪টায় অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় গোহালিয়া ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন। অল্প সময়ের মধ্যে জোগারচর মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
গোহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিয়াকত আলী মন্ডলের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসিনুর জামিল শাহিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তায়েবুর রহমান ঝলক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (ভিপি রফিক) এবং সভাপতি মোহাম্মদ মজনু মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামিম প্রামাণিক, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মিনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এবং উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :