ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম:
মেখলের কৃতি সন্তান শাহজাদা ছৈয়দ সাজ্জাদ হোসাইন এর উদ্যোগে ২২০ পারিবারে মাঝে ত্রাণ বিতরণ করেন। মানবতার চেয়ে বড় ধর্মের নাম আমার জানা নেই। কেন না ধর্মের মূল বিষয়টা এখানেই শুরু। তাই অসহায় মানুষের পাশে তেকে নিজে কে আনন্দিত লাগতেছে। সব সময় অসহায় মানুষের পাশে ছিলম,এখনো আছি,ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। মেখল আমার বাড়ি,মেখলের মানুষ আমার পরিবার।
আপনার মতামত লিখুন :