ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
মোঃ আল-আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় জলঢাকার উপজেলার এক নং গোলমুন্ডা ইউনিয়নের ঘাটের পর থেকে শুরু করে কাকড়া চৌপতি পর্যন্ত হাফ কিলোমিটার রাস্তা দখল নিয়ে দুই ধার দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করে যাচ্ছেন শফিকুল ইসলাম (বল্টু) প্রতিনিয়ত ওই রাস্তায় দেখা যায় বিভিন্ন বাজার সামগ্রী রেখে বিক্রি করা যেমন ইট, পিলার,গাছ, পাথর, আরো অনেক সামগ্রী। এ বিষয় নিয়ে শফিকুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি দুই রাস্তার ধারে আজকে ১০ বছর ধরে ব্যবসা করে যাচ্ছি কেউ অভিযোগ দেয়নি। আপনারা এসেছেন দেখে যান কিন্তু এ কথা থেকেই যায় প্রায় ১০ বছর ঘাটের পর থেকে শুরু করে কাকড়া চৌপতি পর্যন্ত অনেক মানুষ আহত এবং নিহত হন সেটি বলেন স্থানীয় বাসিন্দারা তার কারণ হচ্ছে সেখানে রাখা গাছের টুম, পাথর, ইট, এবং পিলার এর মধ্যে ধাক্কা লেগে বেশিরভাগ মানুষ মারা যায়। অথচ সে সরকারি রাস্তা দখল নিয়ে ব্যবসা করে যাচ্ছেন শফিকুল ইসলাম (বল্টু) দেখলে মনে হয় তারাগঞ্জ আর বদরগঞ্জের ইটভাটা তৈরি করেছেন ও কাঁকড়া চৌপুতিতে। এ বিষয় নিয়ে এলাকার সাধারণ জনগণ বলেন তাকে কিছু বলতে গেলে সে চড়াও হয় মানুষকে মানুষ মনে করেন না। সে আবার চুলায় জালানো বিভিন্ন গাছের সামগ্রী রাস্তায় উপর দোকানের মত করে বিক্রি করে দেন। সমস্যা হয় যানজটের সেখানে একটি গাড়ি আরেকটি গাড়ির সাথে কাটাকাটি করতে পারেনা। এর কারণ হচ্ছে সে রাস্তার উপরে বিভিন্ন মালামাল রাখার কারণে। এবং যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। পুরো হাফ কিলোমিটার রাস্তা সে একদিন দখল নিবেন। এবং তার ব্যবসার ধরন আরো বেড়ে যাবেন এমনটি বলেন এলাকার কিছু জনগণ। এবং এই বিষয় নিয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন আমি তাকে বাধা প্রদান করছি সরানোর জন্য।
আপনার মতামত লিখুন :