ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
মোঃ আমিনুর রহমান দুলাল, ডিমলা:
নীলফামারী ডিমলায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী (তুহিন) এর বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ডিমলা বিএনপি কার্যালয় থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন,সাংগঠনিক সম্পাদক রাব্বানী প্রধান,যুব-দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আশিকুজ্জামান লেমন,সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ,সদস্য সচিব আলমগীর কবীর প্রিন্স ও বিএনপি যুবদলের সদর ইউনিয়নের আহ্বায়ক সোহাগ খান লোহানি প্রমুখ। সভাপতিির বক্তব্যে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছেন, বিক্ষোভ মিছিলে ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল,তাতী দল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :