দোয়ারাবাজার [সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের চড়ার গাও গ্রামে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার (২৭ আগস্ট) চড়ার গাও গ্রামের মৃত ওয়াকিব আলীর পুত্র সুলতান আহমদ বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একই গ্রামের মৃত মো. আমির মিয়ার পুত্র ফারুক মিয়া সহ ৭ জনের বিরুদ্ধে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ করা হয়েছে। স্থানীয় সুত্র ও অভিযোগে জানা যায় চড়ার গাও গ্রামের মৃত ওয়াকিব আলীর পুত্র সুলতান আহমদ ও মৃত আমির মিয়ার পুত্র মো. ফারুক মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্র ধরে গত সোমবার রাত ২ ঘটিকায় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে আমার বসত ঘরের দরজা ভাঙিয়া ঘরের ভিতর প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে। ও ঘরের ভিতরে স্টিলের আলমারিতে রাখা বাড়ি বিক্রি করার নগদ ২০০০০০ (দুই লক্ষ) টাকা আমার স্ত্রী ৬ আনা ওজনের স্বর্নের কানের দুল যার মূল্য ৩০ হাজার টাকা আমার ভাইয়ের স্ত্রীর গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্নের চেইন যার মূল্য ৬০ হাজার টাকা সহ মোট দুই লাখ নব্বই হাজার টাকার মালামাল জোরপূর্বক চিনিয়ে নিয়ে যায়। বাদী সুলতান আহমদ জানান, ঘটনার দিন রাতে আমরা দুই ভাই মাছ ধরার কাজে ডেকার হাওরে থাকায় বাড়িতে পুরুষ শুন্য হওয়ার সুযোগে ঘরবাড়ি ভাংচুর, লুটপাট ও হামলা করে নগদ অর্থ ও স্বর্ন অলংকার নিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিপক্ষের একজন জানান,, জয়নালের সহযোগিতা ও প্ররোচনায় এ ঘটনাটি ঘটছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুল হাসান জানান এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :