ঢাকা মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫
বি.সরকার,পাইকগাছা,খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান ও তার ভাইদের বিরুদ্ধে জমি দখল ও ধর্ষনের অভিযোগ এনে শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন হয়েছে।উপজেলার সোলাদানা ইউনিয়নের নায়েবখালি গ্রামের ভুক্তভোগী পরিবারের বিপ্রদাস সরদার রোববার সকালে পাইকগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও তার ভাইয়েরা ভুমি দস্যু হিসেবে চিহ্নিত। তাদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ। ১৯৮৬ সাল চিংড়ী ঘের করার জন্য ৩০ বিঘা জমি সুধীর সানার কাছ থেকে চুক্তিপত্র করে নেয়। এরপর থেকে হারির টাকা না দিয়ে জোরপূর্বক ৩৮ বছর যাবৎ জবর দখল করে রাখেছে। হারির টাকা চাইতে গেলে তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। এমনকি হারির টাকা দেয়ার কথা বলে আব্দুল মান্নান গাজী ও আব্দুল মান্নান গাজীর ভাইয়েরা বিভিন্ন সময় তার স্ত্রী, তার বোন ও তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাদের বৈধ জমিটা যাতে উদ্ধার সহ আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী সরলা সরদার ও ছোট ভাই প্রদীপ সরদার। এই সংবাদ সম্মেলন শেষে তারা প্রশাসনের নিকট বিচার প্রার্থনা করেছেন।
আপনার মতামত লিখুন :