উজ্জ্বল কুমার সরকার নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে বিয়ে বাড়িতে যাবার পথে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে বিপ্লব (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে বাগডোব-ভালাইন রোডে। নিহত বিপ্লব উপজেলার চাঁন্দাশ ইউপির আখিড়াপাড়া গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে। সূত্র জানায়, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বিপ্লব তার ছোট সন্তানসহ একই মোটরসাইকেল যোগে ৪ জন মান্দার দিকে যাচ্ছিলেন। ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে বিপ্লব মোটরসাইকেলের পিছনে বসেছিল। পথিমধ্যে ইটাখোর নামক স্থানে পৌঁছালে বাচ্চাসহ বিপ্লব মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হলে চিকিৎসার জন্য তাকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নওগাঁ।
আপনার মতামত লিখুন :