ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

পাইকগাছায় সোলাদানা ও লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪, ৮:৫৫ অপরাহ্ণ

বি.সরকার,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের বিনা ভোটের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনকে অপসরণ করার দাবিতে পৃথক পৃথক স্থানে মিছিল ও মানব বন্ধন হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১ টায় সোলাদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ব্যানারে উপজেলা পরিষদের সামনে ও সকাল ১১ টায় লস্কর ইউনিয়ের সামনে ইউনিয়ন বাসি মানববন্ধন করে। উপজেলা পরিষদের সামনে সোলাদানা ইউনিয়নের বাসিন্দা খগেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোর কুমার মন্ডল, অশোক কুমার মন্ডল, রমেশ মন্ডল, চৈতন্য, প্রশান্ত মন্ডল, রিক্তা, পূর্ণিমা, শৈলেন্দ্র, খগেন্দ্র, কাত্তিক চন্দ্র মন্ডল, হরিচাঁদ মন্ডল, রঞ্জন সরকার, দীনবন্ধু সরকার, কৃষ্ণপদ মন্ডল, বিজয়, সুফল, রথিন সরদার, সুকুমার মন্ডল, নির্মল চন্দ্র, দেবতী মন্ডল, শেফালী মন্ডল, ঈতিশা সরকার, সুচিত্রা মন্ডল, প্রিয়া রায়, শংকরী সরকার, রবিন, বাশার, সুজিত সানা সহ প্রমূখ।অপর দিকে সকালে লস্কর ইউনিয়ন পরিষদের সামনে হোসাইন জমাদারের সভাপতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, লস্কার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান করিম গাইন,হযরত জমাদ্দার, মাজেদ মোড়ল, আজিজুল সানা, ইলিয়াস সানা, কামরুল সানা, হবি মোল্লা, মামুন জোয়াদ্দার, হোসাইন সানা মামুন সানা, নেপুর জমাদ্দার মহিলারা আলমতলা আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে মানব বন্ধন করে।মানব বন্ধনে বক্তব্য রাখেন নাজমা বেগম, সাথী, ময়না প্রমূখ।