মোঃ ইউসুফ আলী : আজ ২২/০৮/২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় চৌধুরী হাট উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক আব্দুর রহমান খান ও সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়ার বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহিন চৌধুরী। তিনি প্রধান শিক্ষক আব্দুর রহমান খান এবং অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির অভিযোগ করেন। তারা প্রধান শিক্ষকের পদত্যাগও দাবী করেন। বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় প্রধান শিক্ষক আব্দুর রহমান গত ৫ আগস্ট তারিখ থেকে বিদ্যালয়ে আসেন না। মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীরা বীরগঞ্জ খানসামা সড়ক অবরোধ করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী ঘটনার স্থলে উপস্থিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধারণ ছাত্র জনতার উদ্দেশ্যে বলেন সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পথ বিলুপ্ত ঘোষণা করেছে সরকার। উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি আইনের লোক আইনের বাইরে কথা বলতে পারিনা। আপনারা প্রধান শিক্ষক এবং সাবেক সভাপতির বিরুদ্ধে সুনির্দিষ্ট নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির অভিযোগ থাকলে লিখিতভাবে জানাবেন। আমি আপনাদের কথা দিচ্ছি দুর্নীতির বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :