ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গাপুজা-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল থানাধীন মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আসন্ন শারদীয় দুর্গাপুজা-২০২৩ শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল।অন্যান্য অতিথিদের মধ্যে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ হরিপদ রায়, সাধারন সম্পাদক শ্রীপদ দেবসহ সকল ইউনিয়ন ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও উক্ত ওপেন হাউজ ডে সভায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) সহ থানা এলাকার সকল বিটের বিট অফিসারগন উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপুজা ২০২৩ শান্তিপূর্ণ ভাবে পালন করার লক্ষে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :