ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

ঢাকা রবিবার ৫ অক্টোবর, ২০২৫

কুমিল্লার মনোহরগঞ্জ মিজি ব্রিক ফিল্ড রাজনৈতিক প্রভাব বিস্তার করে অবৈধ ভাবে দখল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৪:২০ অপরাহ্ণ

শাহাদাত কামাল শাকিল :কুমিল্লার মনোহরগজ উপজেলায় হাসনাবাদ ইউনিয়নে অবস্হিত মিজি ব্রিক ফিল্ড নামক একটি ইটের ভাটাকে রাজনৈতিক প্রভাব বিস্তার করে দখল করার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায় উপজেলায় মিজি ব্রিক এর প্রকৃত মালিকানা নুরুল্লা মিয়ার ছেলে মো: আব্দুর রহমান (৫৫) হলেও আলহাজ্ব ছিদ্দিকুর রহমান এর ছেলে মো: জিয়াউর রহমান ও নুরুল ইসলাম এর ছেলে মো: সাহাব উদ্দিন যথাক্রমে ২১% এবং ৫% শেয়ার প্রদান করে একটি অংশীদার দলিল করা হয়েছিলো। কিন্তুু পরক্ষনে প্রতারনামূলক ভাবে ১৯ জুলাই ২০১২খ্রি:তারিখে জিয়াউর রহমান এবং সাহাবউদ্দিনসহ৷ আরো তিন ব্যক্তিকে পাটনার করা হয় কিন্তু তারা জাল-জালিয়াতি করে মিজি ব্রিকস এর মালিক মো: আব্দুর রহমান এর স্বাক্ষর জাল করে মেসার্স মিজি ব্রিকস ইন্ডাস্ট্রিজ নামের এক যৌথ চুক্তিনামা দলিল করা হয়েছে। মালিক মো: আব্দুর রহমান বলেন, চুক্তিনামা আমার অগোচরে জাল জালিয়াতি করে,এছাড়াও আরো বেশ কিছুদিন পর আমার বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ঠেট (৬) এর আমলী আদালতে সাহাবউদ্দিন বাদী হয়ে সি.আর-২২/১৪(মনোহরগজ) মিথ্যা মামলা দায়েরসহ, আমাকে আমার নিজ মালিকানা সম্পত্তির অধিকার থেকে বন্ছিত করার জন্য ষড়যন্ত্র করে পুলিশী হয়রানী ও স্হনীয় আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী দিয়ে হয়রানি সহ এলাকায় অধিপত্য স্থাপন করে আমাকে মেরে ফেলারও হুমকি দমকি দিয়ে আসছে। তাদের রাজনৈতিক প্রভাবের কারনে ২০১২ সাল থেকে ২০২৪ সাল অদ্যবদি পযর্ন্ত সে তার নিজ বাড়ীতে যেতে পারেনি এমনকি তার বাবার জানাযায় ও উপস্হিত হতে পারেনি। কারন সে বিএনপি করার কারনে তার উপর নির্যাতন করা হয়। তবে সরজমিনে তদন্ত করে এবং ব্রিক ফিল্ডের কাগজ পত্র দেখে জানা যায় ইউনিয়ন পরিষদের ট্রড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন সহ ফিল্ডর সকল কাগজ আবদুর রহমান মমিন এর নামে করা এমনকি ইনকাম টেকস ২০২৪ সাল পযর্ন্ত আবদুর রহমান এর নামে পরিশোধ করা। এ ব্যাপারে এলাকাবাসীর কাছে জানতে চাওয়া হলে অনেকে বলেন আমরা জানি এই মিজি ব্রিক ফিল্ডটি মালিক আবদুর রহমান মমিন, সে নিজেই উদ্ভোদন করে এটি চালু করেন, পরে জিয়া ও শাহাবুদ্দিন দলীয় প্রভাব খাটিয়ে জোর দখল করে নেয়, এমনকি বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে এলাকায় ছাড়া করে। আমরা এলাকাবাসী এর তদন্ত করে প্রকৃত মালিককে এই ব্রিক ফিল্ডটি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, এসম্পর্কে স্হানীয় সাবেক চেয়ারম্যান ,,,, বলেন আমি কয়েক বার বসে এ বিষয়ে সমাদানের লক্ষে উভয়ই পক্ষের সম্মতিতে একটি এগ্রিমেন্ট করে দিয়ে থাকি কিন্তু পরক্ষনে জিয়াউর রহমান ও শাহাবুদ্দিন তাদের কথা রাখেনি,তারা আবারও দলীয় প্রভাব খাটিয়ে আবদুর রহমান মমিন এর সাথে অনেক নির্যাতন করে যাচ্ছে, তাই কাগজ অনুযায়ী সঠিকভাবে তদন্ত করে প্রকৃত মালিককে তার ফিল্ড বুঝিয়ে দেওয়া অনুরোধ করছি। এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক বলেন. আমাদের অফিসিয়াল কাগজ অনুযায়ী আবদুর রহমান নামে মিজি ব্রিক ফিল্ডটির ছাড়পত্র নেওয়া, অন্য কোন নামে আমাদের অফিসিয়াল কোন কিছু নাই এমন অমাদের কাছে একবার অভিযোগ আসায় আমরা সরজমিনে গিয়ে এই ফিল্ডে অভিযান করে চুলা বেংগে দিয়ে আসি। অভিযোগ কারী আবদুর রহমান আরো বলেন জিয়া ও শাহাবুদ্দিন আমাকে জানে মেরে পেলার হুমকি দেওয়াতে আমি এলাকা বা কোথাও নিরাপর্তা না থাকাতে আমি আমার ব্রিক ফিল্ডটি আমার বন্দু মোঃ সাইফুল ইসলামকে রোটারি এভিডেভিড করে ক্ষমতা অর্পন করি থাকি এবং আমার নামে মিথ্যা মামলা পরিচালনার জন্য দায়িত্ব দিয়ে থাকি, আমি চাই সকল বিষয়ে সঠিকভাবে তদন্তের মাধ্যমে আমার নিজে গড়া প্রতিষ্ঠানটি আমাকে পিরিয়ে দেওয়া হোক,এবং আমাকে এত বছর হয়রানি করে এলাকা ছাড়া করেছে তাদের সঠিক করা হোক।